করোনা পরীক্ষা জালিয়াতি: আদালতে জেকেজি’র আরিফ-সাবরিনাসহ ৮ জন

|

তেজগাঁও থানার মামলায় জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী’সহ ৮ জনকে আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

গত ১৩ আগস্ট এই চার্জ গঠনের কথা ছিলো। কিন্তু সেদিন আসামিপক্ষের আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত তার আবেদন মঞ্জুর করে আজকের দিন নির্ধারণ করেন।

অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তা ডা. সাবরীনার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় করোনা পরীক্ষার জন্য ১৫ হাজার নমুনা সংগ্রহ করে তিন কোটি হাতিয়ে নেন। এছাড়াও অজানা উৎস থেকে আয়ের অভিযোগ রয়েছে ডা. সাবরিনার বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply