করোনা সংক্রমণ রোধে আরোপ করা বিধি নিষেধ ভাঙার অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের এক মন্ত্রী। খবর- দ্যা গার্ডিয়ানের।
জানা যায়, এ সপ্তাহে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী দারা ক্যাল্লেরি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৮০ জনেরও বেশি মানুষ। অনুষ্ঠানটি ছিল দেশটির পার্লামেন্টের গলফ সোসাইটি আয়োজিত একটি ডিনার পার্টি। একটি হোটেলে এ পার্টির আয়োজন করা হয়। এদিকে দেশজুড়ে নতুন করে করোনা সংক্রমণ রোধে সরকার কড়াকড়ি আরোপ করার একদিন পর এ ডিনার পার্টি হয়।
এতে মন্ত্রী ক্যাল্লেরি অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন। এ ঘটনার কয়েকদিন পর বৃহস্পতিবার ‘ক্ষমা’ চান মন্ত্রী। ক্যাল্লেরি বলেন, ডিনার পার্টিতে তার অংশ নেয়া ঠিক হয়নি। এরপর তার পদত্যাগের খবর প্রকাশ পায়।
আয়ারল্যান্ডের নিউজটক রেডিও প্রথম এ পদত্যাগের খবর দেয়। তবে ক্যাল্লেরির অফিস থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৬৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২৯ জন।
Leave a reply