মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে নামতে পারলেই গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, দেশে লুটপাটের মহোৎসব চলছে। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে উল্লেখ করে এর দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেন।
ইউএইচ/
Leave a reply