ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার অভিযোগে গ্রেফতার দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্প। টাকার বিনিময়ে জাল এনআইডি তৈরি করতেন তারা।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩২) ও আনোয়ারুল ইসলাম (২৬)। সিদ্ধার্থ শংকর নির্বাচন কমিশনের খিলগাঁও এবং আনোয়ারুল ইসলাম গুলশান অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন।
এছাড়াও উক্ত ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই ডাটা এন্ট্রি অপারেটরকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
পাশাপাশি এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।
ইউএইচ/
Leave a reply