দর্শনার্থীদের জন্য বুধবার থেকে খুলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। বাগেরহাট প্রত্নতত্ত্ব বিভাগের কাষ্টোডিয়ান গোলাম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে আগের মতো সরকারিভাবে নির্ধারিত টিকিট কেটে সকাল ১০টা থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই সকল প্রকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৯ মার্চ থেকে ষাট গম্বুজ মসজিদসহ আশপাশের সকল পর্যটন স্পটগুলো বন্ধ করে দেয়া হয়।
Leave a reply