হাটহাজারীতে আহমদ শফী’র মরদেহ

|

হাটহাজারীতে আহমদ শফী'র মরদেহ

আল্লামা শফী- ফাইল ছবি।

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নেয়া হয়েছে। বাদ যোহর জানাজা শেষে মাদরাসার কবরস্থানে দাফন সম্পন্ন হবে। সকাল পৌনে ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদরাসায় পৌঁছায়।

এর আগে, ভোর চারটার সময় আল্লামা শাফীর মরদেহবাহী এম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার অনুসারীদের একপক্ষ দাবি তোলেন ঢাকায় জানাজা পড়ার। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় জানাজা ও দাফন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়।

পরে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে তাকে রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৫ ঘণ্টা রাখা হয়। সেসময় হাজারো অনুসারী শেষবারের মতো শ্রদ্ধা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply