নারাণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল শনিবার এ তথ্য জানিয়েছেন। শনিবার ভোর পাঁচ টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজ। এছাড়া আইসিইউতে আরও ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। তখন ছয়টি এসি বিস্ফোরিত হয়। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়ে।
Leave a reply