চারদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে এসেছে ৭ টি ট্রাক।
শুল্ক কর্মকর্তা জানান, এগারটার পর থেকে এই বন্দর দিয়ে একে একে ঢুকতে থাকে পেঁয়াজবাহী ট্রাকগুলো। এসব ট্রাকে প্রায় ১৫০ টন পেঁয়াজ আছে বলে জানানো হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে খালাস কার্যক্রম।
তবে, হিলি-ভোমরা স্থলবন্দর দিয়ে এখনও পেঁয়াজের ট্রাক ঢোকার খবর পাওয়া যায়নি। যেসব ট্রাক গেল সোমবারের আগেই বন্দরে চলে এসেছিল, সেগুলো খালাসের অনুমতি দিয়েছে ভারত। পঁচনশীল দ্রব্য হওয়ায় এসব পণ্য ফেরত নেবে না প্রতিবেশি দেশ।
Leave a reply