ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।নিহতরা হলেন- ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান আলম (৫)। তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মো. জীবন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাসে করে শেরপুর থেকে ১৪ জন কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। পথে নান্দাইলের ডাংরী এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটে ঘটনাস্থলেই শিশু তুরানের মৃত্যু হয়। গুরুতর ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a reply