ভারতের গুজরাটের সুরতে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোররাতে সুরতের হাজিরা গ্যাস প্রসেসিং প্ল্যান্টে একাধিক বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে তা বিধ্বংসী রূপ নেয়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাহ্য পদার্থের কারণে তীব্র শিখায় জ্বলতে থাকে আগুন। প্ল্যান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
অনেকেই জানান, ১০ কিলোমিটার দূর থেকেও প্ল্যান্টের আগুন দেখা গেছে।
সুরতের কালেক্টর ধবল পটেল বলেন, ভোর ৩টা নাগাদ পরপর তিনটি বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। এরপরই ছড়িয়ে পড়ে আগুন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে। ওএনজিসি’র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানান তিনি।
#WATCH Gujarat: A fire breaks out at an Oil and Natural Gas Corporation (ONGC) plant in Surat. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/6xPKHW5PrR
— ANI (@ANI) September 23, 2020
Leave a reply