জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সংস্থাটি সংস্কারের দাবি মোদির

|

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে আবারও সংস্থাটি সংস্কারের দাবি জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জাতিসংঘের ৭৫তম অধিবেশনে দেয়া মূল বক্তব্যে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, ৭৫ বছর পুরনো ব্যবস্থার সংস্কার প্রয়োজন। কারণ সেই সময়ের পরিস্থিতি আর বর্তমান বিশ্ব ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। মোদি বলেন, সব সক্ষমতা অর্জনের পরও জাতিসংঘের স্থায়ী সদস্য হতে আর কতো অপেক্ষা করতে হবে ভারতের জনগণকে।

আগেই রেকর্ড করা বক্তব্য হওয়ায় পাকিস্তান বা চীন ইস্যুতে কোনো জবাবই দিতে পারেননি তিনি। তবে আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের অগ্রণী ভূমিকা পালনের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply