আজারবাইজানের দ্বিতীয় শহর ‘গানজা’য় হামলা চালিয়েছে আর্মেনিয়া। সেখানে কমপক্ষে ৫ বেসামরিক হতাহতের কথা নিশ্চিত করেছে ইলহাম আলিয়েভ সরকার।
আজেরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয়েছে রকেট ও গোলাবারুদ। জাবাবে বির্তকিত পার্বত্য অঞ্চলের একটি সেনা ঘাঁটি গুড়িয়ে দেয়া হয়েছে- এমন দাবিও করে বাকু প্রশাসন।
আর্মেনিয়ার বক্তব্য, গেলো শুক্রবার থেকেই তারা জোরালো হামলার মুখোমুখি। গেলো ৯ দিন যাবৎ, নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে চলছে সংঘাত। নিশ্চিত না হওয়া গেলেও, গোয়েন্দা তথ্য- লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের মতো মানুষ।
জেনেভা কনভেনশন অনুসারে পার্বত্য অঞ্চলটির মালিক আজারবাইজান। কিন্তু, সেটি অবৈধভাবে দখলের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করছে আর্মেনিয়া।
Leave a reply