জাতিসংঘ দিবস আজ। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্বসংস্থাটির ৭৫তম বার্ষিকী পালন করছে, পুরো বিশ্ব। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সামাজিক ন্যায়বিচার অর্জনে, দূর কর সকল অসামঞ্জস্যতা’।
বিশ্লেষকরা বলছেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে জাতিসংঘের কাঠামো ও কর্মপদ্ধতিতে সংস্কার এখন সময়ের দাবি।
এক শতাব্দিতে দুটি বিশ্বযুদ্ধ। সংঘাতের ভয়াবহতা সমগ্র বিশ্বকে শান্তির জন্যে আকুল করে তুলে। মানুষের এই আকুলতার প্রেক্ষাপটে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ।
৪৬টি রাষ্ট্রের অনুসমর্থন নিয়ে যাত্রা শুরু। এখন এর সদস্য সংখ্যা ১শ’ ৯৩টি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর সদর দফতর হলেও জাতিসংঘের তিনটি অতিরিক্ত সহায়ক ও আঞ্চলিক সদর দফতর রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল এবং আন্তর্জাতিক আদালত এই ছয় মূল সংস্থাসহ অনেকগুলো সহযোগী সংস্থা নিয়ে বিশ্বশান্তি, নিরাপত্তা ও মানব উন্নয়নে কাজ করছে সংস্থাটি।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়বিচার, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা বৃদ্ধি জাতিসংঘের অন্যতম কাজ। এছাড়া সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শান্তি স্থাপনে কাজ করছে জাতিসংঘ। শান্তি মিশনের অন্যতম অংশিদার বাংলাদেশ।
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দেয় বাংলাদেশ।
Leave a reply