বগুড়া ব্যুরো:
ঐতিহাসিক মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তেঁতুলিয়া থেকে টেকনাফগামী সাইক্লিং এক্সপেডিশন দল শনিবার বগুড়া পৌঁছেছে। দুপুরে সেনাবাহিনীর ১০৩ জন সাইক্লিস্ট মাটিডালি বিমান মোড় হয়ে বগুড়ায় প্রবেশ করেন।
পরে সাইক্লিস্টরা বগুড়া-ঢাকা মহাসড়ক হয়ে প্রবেশ করেন বগুড়া সেনানিবাসে। এ সময় ১১ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা তাদের শুভেচ্ছা জানান।
সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জিওসি নাজমুল হাসান ফুল দিয়ে স্বাগত জানান সাইক্লিংয়ে অংশ নেয়া ১৬ সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের। এ সময় তিনি বলেন, মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলিন রাখতে এই দীর্ঘপথ পাড়ি দেবার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনী। সাহস ও সাফল্যের সঙ্গে এই সাইকেলযাত্রা সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গত ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এই সাইক্লিং এক্সপেডিশন দল যাত্রা শুরু করে টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশে। সাইক্লিস্টরা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ করবেন এই সাইকেল যাত্রা। ৫ ডিসেম্বর কক্সবাজারে এই সাইক্লিং এক্সপিডিশনের সমাপন হবার কথা রয়েছে।
ইউএইচ/
Leave a reply