‘অ্যাভাটার ক্লিফ’। বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর লিফট। চীনের ঝাংজিয়াজি পার্কের এ লিফটে চড়ে, মাত্র ৮৮ সেকেন্ডে আরোহীরা পৌঁছে যাচ্ছেন ১ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়ায়।
লিফটের বদলে হেঁটে উঠলে যেখানে সময় লাগে কমপক্ষে তিন ঘণ্টা। করোনা পরবর্তী সময়ে চীনে পর্যটনে বিধিনিষেধ উঠে যাওয়ার পর, প্রতিদিন প্রায় আট হাজার মানুষ উঠছেন এ লিফটে; যা আগে ছিল গড়ে ১৪ হাজারের বেশি।
২০০৯ সালে কানাডিয়ান পরিচালক জেমস ক্যামেরন নির্মিত চলচ্চিত্র ‘অ্যাভাটার’ শ্যুটিং হয়েছিল ঝাংজিয়াজি পার্কে। তখন থেকেই বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অঞ্চলটি।
Leave a reply