ভারতে ১২ ডিসেম্বর রাজধানী ঘেরাও পরিকল্পনার অংশ হিসেবে পদযাত্রা নিয়ে দিল্লির দিকে যাচ্ছেন হাজার হাজার কৃষক।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের শাসনামলে, দেশটিতে কৃষকদের সবচেয়ে বড় এই বিক্ষোভ চলছে প্রায় দু’সপ্তাহ ধরে।
বুধবার, কেন্দ্রীয় সরকারের ২০ পৃষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মসূচি জোরদারের ঘোষণা দেয় কৃষক ইউনিয়নগুলো। এরপরই বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে দলে দলে মিছিল নিয়ে যান কৃষকরা। পাঞ্জাব-হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেন আরও বিপুলসংখ্যক কৃষক।
আন্দোলনরত কৃষকরা বিতর্কিত ৩টি কৃষি আইন আংশিক সংস্কারের প্রস্তাব প্রত্যাখান করায় অচলাবস্থা দীর্ঘ হওয়ার আশঙ্কায়, রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে বৈঠক করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র টোমার এবং রেলমন্ত্রী-বাণিজ্যমন্ত্রীসহ অনেকে। সংস্কার নয়, তিনটি আইনই পুরোপুরি বাতিলে কৃষকদের দাবিতে সমর্থন জানিয়েছে কংগ্রেস-আম আদমি পার্টিসহ বিভিন্ন দল।
Leave a reply