নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

|

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগমুহূর্তে এ প্রক্রিয়া শুরু করলো মার্কিন বিচার বিভাগ।

বুধবার হান্টার বাইডেন নিজেই এক বিবৃতিতে তদন্তের কথা নিশ্চিত করেন। তিনি আত্মবিশ্বাসী, বস্তুনিষ্ঠ পর্যালোচনা হলে প্রমাণিত হবে বৈধভাবেই সবকিছু করেছেন। গণমাধ্যম বলছে, বিদেশের সঙ্গে বাণিজ্যে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও কর ফাঁকির অভিযোগ তদন্ত হবে হান্টারের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময়ই বাইডেন পুত্রকে নিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প।

ট্রাম্পের অভিযোগ, ইউক্রেন ও চীনে ব্যবসায় বাবার রাজনৈতিক প্রভাব খাটান ৫০ বছর বয়সী হান্টার। একটি কম্পিউটার মেরামতের দোকান থেকে উদ্ধার ল্যাপটপে করফাঁকির তথ্য মিলেছে বলেও দাবি রিপাবলিকানদের। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply