লন্ডন-ঢাকা ফ্লাইট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ধিত অভ্যন্তরীণ বহিগর্মন লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
এসময় সৈয়দপুর বিমানবন্দরের অডিটোরিয়ামও উদ্বোধন করেন তিনি। বিমান প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষেণ করে আপাতত লন্ডনের সাথে বিমান যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিশেষ পরীক্ষার জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে আলাদা মেশিন বসানো হচ্ছে।
এদিকে, দেশটিতে নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কিছু শর্ত সাপেক্ষে একমাত্র ফ্রান্স ব্যাতীত আর সকল ইউরোপীয় দেশ তাদের সীমান্ত যুক্তরাজ্যের জন্য বন্ধ ঘোষণা করেছে।
Leave a reply