আল্লামা শফীকে হত্যার অভিযোগে করা মামলা একটি রাজনৈতিক চক্রান্ত: হেফাজতে ইসলাম

|

হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। বুধবার সকালে হাটহাজারি মাদরাসায় সংবাদ সম্মেলন করে আলোচিত ধর্মীয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক। যারা অস্বাভাবিক মৃত্যুর কথা বলে মামলা করেছে তারা চিহ্নিত দালালগোষ্ঠী। মামলার এজাহারে হত্যার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো অতিরঞ্জন ও মিথ্যাচারে পরিপূর্ণ। একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের দুরভিসন্ধি করছে বলে দাবি অভিযোগ করেন হেফাজত নেতারা।

হেফাজতে ইসলামের আমীর জুনাঈদ বাবুনগরী বলেন, আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা অস্বাভাবিক নয়। এটাকে যারা অস্বাভাবিক করার চেষ্টা করছে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply