কাশ্মিরে ২ কিশোরসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা

|

জম্মু-কাশ্মিরে, সন্ত্রাসবিরোধী অভিযানে ক্ষমতার অপব্যবহারের স্বীকারোক্তি ভারতীয় সেনাবাহিনীর

বিচ্ছিন্নতাবাদী সন্দেহে জম্মু-কাশ্মিরে ২ কিশোরসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা। নিহতদের স্বজনদের অভিযোগ, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে নিরীহ মানুষকে।

বুধবার, ভারত নিয়ন্ত্রিত উপত্যকা অঞ্চলটির প্রধান শহর শ্রীনগরে একটি বাড়িতে হয় কথিত এ বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও দু’টো পিস্তল জব্দের কথাও জানায় পুলিশ। নিহতদের পরিবারের সদস্যরা বলছেন, দু’জন শিক্ষার্থী এবং একজন পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

দু’দিন আগেই, ভুয়া বন্দুকযুদ্ধে তিন বেসামরিক কাশ্মিরিকে হত্যার ঘটনায়, ভারতীয় এক সেনা কর্মকর্তার বিরূদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, ৩ শ্রমিককে অপহরণ ও হত্যার পর, মরদেহের সাথে অবৈধ অস্ত্র ফেলে রাখেন ছদ্মবেশি সেনা।

সীমান্তে অনুপ্রবেশকারীদের হত্যার স্বীকৃতি হিসেবে পদক-পদোন্নতি’সহ সাড়ে ১২ কোটি রুপি পর্যন্ত পুরস্কার পেয়ে থাকেন ভারতীয় সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply