হ্যারি পটারের গল্পের বই যে কারও জীবনে একটা আনন্দ বয়ে আনতে পারে তা এই ভিডিও না দেখলে বিশ্বাস করবেন না। আসলে যে কিশোরীর হাতে এই জাদুর বই এসে পৌঁছেছে সে দৃষ্টি শক্তিহীন। সে হ্যারি পটারের সিনেমার কথা কেবল শুনেছে কিন্তু নিজের মতো করে তা উপভোগ করতে পারেনি, যা এখন সে পারবে। এবার বড়দিনে তাকে উপহার দেওয়া হয়েছে হ্যারি পটারের গল্পের বই। ভাবছেন একজন দৃষ্টিহীন কি ভাবে গল্পের বইয়ের মজা উপভোগ করবে?
ইনস্টগ্রামে ক্যাটলিন তার ভাইঝি এমরি-র একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে হ্যারি পটারের গল্পের বই পেয়ে কী খুশি হয়েছে সে। আসলে এমরি দৃষ্টিহীন হলেও ওই বইগুলি পড়তে কোনও অসুবিধা হবে না তার।
আসলে বইগুলি কোনও কালিতে ছাপা নয় সেগুলি ব্রেল পদ্ধতিতে তৈরি। তাই সে এমরি বইয়ের মলাট উল্টে হাত বুলিয়ে বুঝতে পারে এটি তার প্রিয় হ্যারি পটারের গল্পের বই। আর তার বড়দিনে এমন উপহার পেয়ে তার আনন্দও ছিল দেখার মতো। তার উচ্ছ্বাস ধরা পড়েছে ক্যামেরায়। পরে যা ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্যাটলিন। আর এমন ভিডিও স্বাভাবিক ভাবেই ভাইরাল হতে সময় নেয়নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
Leave a reply