বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ১৯ লাখ ছাড়ালো। নতুনভাবে ৮০ হাজারের মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন। সবমিলিয়ে মোট সংক্রমিত ৮ কোটি ৮৫ লাখের মতো মানুষ।
শুধু যুক্তরাষ্ট্রেই, ৪ হাজারের মতো মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়ালো তিন লাখ ৭৪ হাজারের কাছাকাছি। দিনে, দেড় হাজারের মতো মানুষ মারা গেছেন ব্রাজিলে; দু’লাখ ছাড়ালো লাতিন দেশটির মোট প্রাণহানি। ব্রিটেনে রেকর্ড ১১শ’ ৬২ জনের মৃত্যু হয়েছে একদিনে; সমসংখ্যক মানুষ মারা গেছেন মেক্সিকোতেও।
মহামারি চলাকালে হাজারের ওপর দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক প্রাণহানি দেখলো জার্মানি। দিনে পাচঁ শতাধিক মৃত্যু হয়েছে রাশিয়ায়। দৈনিক মৃত্যুহার কমলেও ভারতে দেড় লাখের ওপর মোট প্রাণহানি।
Leave a reply