কয়েক মাস ধরে চালের দাম বেশ চড়া। মোটা চালের দামও উঠেছে কেজিপ্রতি ৫০ টাকায়। এ রকম পরিস্থিতিতে চালের মজুদ এবং সরবরাহ বাড়াতে সরকারিভাবে আমদানির পাশাপাশি বেসরকারি পর্যায়েও অনুমোদন দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার থেকে চাল আমদানিতে সব মিলিয়ে ৩৫ শতাংশ শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। ব্যবসায়ীরা আশা করছেন, শুল্ক কমানো এবং আমদানির খবরে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করবে। মিনিকেট, পাইজাম, স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম না কমলেও নতুন করে বাড়েনি।
বিক্রেতারা বলছেন, দাম কমবে এ আশায় অনেকে মোকামে যোগাযোগ করছেন না। দোকানে তুলছেন না নতুন করে চাল। ফলে খুচরা বাজারে দাম স্থির হয়ে আছে। মান ভেদে, খুচরা পর্যায়ে, চাল বিক্রি হচ্ছে, ৬১ থেকে ৬৫ টাকা। ব্রি-২৮ বিক্রি হচ্ছে, ৫০ থেকে ৫২ টাকা কেজি।
চালের এমন ঊর্ধ্বমুখী দামে ক্রেতাদের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
Leave a reply