ভারতের বিদ্যমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতে দেশটির বর্তমান বিতর্কিত তিনটি কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ভারতীয় সুপ্রিম কোর্টে বিতর্কিত কৃষি আইন নিয়ে শুনানি শেষে এমন নির্দেশ দেয় আদালত। খবর আনন্দবাজার পত্রিকা’র।
আদালত জানায়, কেন্দ্রীয় সরকার যদি এ ব্যাপারে পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে এ বিষয়ে আদালত পদক্ষেপ নিবে।
ভারতীয় সুপ্রিম কোর্ট বলেন, ‘দিনের পর দিন দিল্লির রাজপথে বয়স্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছেন, তাহলে কেন সরকার এই পরিস্থিতি দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না? কেন্দ্রীয় সরকার এই ৩টি আইন প্রয়োগে স্থগিতাদেশ না দেয়, তাহলে আদালতকে এগিয়ে আসতেই হবে। কারণ, পরিস্থিতি দিন দিন নাগালের বাহিরে চলে যাচ্ছে।’
ভারতের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘কোনও ভাবে এই আন্দোলনের ফলে পরিস্থিতি যেন নাগালের বাহিরে না যায়। আমরা কেউ নিজেদের রক্তমাখা হাত দেখতে চাই না। কোনও মৃত্যু বা কোনও ক্ষত দেখতে চাই না আমরা।’
এরআগের শুনানিতে সুপ্রিম কোর্ট বিদ্যমান আন্দোলন নিয়ে পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না তা জানতে চায় কেন্দ্রীয় সরকারের কাছে। উত্তরে কেন্দ্রীয় সরকার জানায়, কৃষকদের সাথে আলোচনা চলছে।
এই প্রসঙ্গে আদালত বলেন, ‘কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এই সংক্রান্ত কোন উত্তর কেন্দ্রীয় সরকার দিতে পারছে না। পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। মহিলা ও বয়স্করা কেন এই আন্দোলনে অংশ নিচ্ছে তা কি সরকার জানে?’
আদালতের এমন প্রশ্নে সরকার পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, ৩-৪ টি রাজ্যের কৃষকরা প্রতিবাদ করছেন, এখানে বৃহত্তর কৃষক সমাজের অংশগ্রহণ নেই। দক্ষিণ ভারত থেকে কোনও কৃষক এই আন্দোলনে অংশ নেননি।
উল্লেখ্য, কৃষি আইন নিয়ে টানা ৮ বার বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে কোন সমাধানে আসতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার। কৃষকরা বরাবরের মতোই এই ৩ কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও অনড়। অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি প্রচার করছে এই আইনগুলো কৃষকের সুরক্ষা আরও বাড়িয়ে দেবে।
Leave a reply