তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন।
শনিবার সকাল থেকে ১১ নম্বর সেকশনের ১ নম্বর রোডে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর ও দোকান পাট গড়ে তুলায় সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুদিন উচ্ছেদ অভিযান চালায় করপোরেশন। প্রথমদিন এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটলেও আজ পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে , যে কোনো মূল্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলবেন তারা। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিযান-স্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
Leave a reply