বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউটকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সোনালী ব্যাংক। ইনস্টিটিউটের উন্নয়নের জন্য এ অর্থ দেয়া হয়। ভবিষ্যতেও বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার জন্য সোনালী ব্যাকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জানের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তারা। সোনালী ব্যাংকের এমডি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন। তা বাস্তবায়নে কাজ করছে সোনালী ব্যাংক।
Leave a reply