মডার্না-ফাইজারের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় টিকার ছাড়পত্র পাওয়ার আবেদন করলো জনসন অ্যান্ড জনসন। অনুমোদন মিললে এটি হবে করোনা প্রতিরোধে প্রথম এক ডোজের টিকা। সব ঠিক থাকলে জুনের মধ্যে শুরু হবে যোগান।
বৃহস্পতিবার, জরুরি ব্যবহারের জন্য টিকা নিবন্ধনে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন’র কাছে আবেদন জানায় জনসন অ্যান্ড জনসন। কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি।
গেল সপ্তাহেই, বড় পরিসরে পরীক্ষামূলক প্রয়োগে টিকাটির ৬৬ শতাংশ কার্যকারিতা প্রমাণের তথ্য জানান গবেষকরা। এখন পর্যন্ত অনুমোদিত অন্যান্য কোভিড টিকা দু’ডোজের হলেও, এক ডোজেই কাজ করবে নতুন টিকাটি। এটি পরিবহণের সময় ফ্রিজিংয়েরও দরকার হবে না। ১শ’ কোটি ডলারে ১০ কোটি ডোজ টিকা কিনতে জনসন অ্যান্ড জনসনের সাথে আগেই চুক্তি করেছে মার্কিন প্রশাসন।
Leave a reply