আফ্রিকার দেশ- কঙ্গোয় লঞ্চডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ আরোহী। সোমবারের এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ তিন শতাধিক মানুষ। দেশটির মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, লঙ্গোলা একোতি অঞ্চলে হয় এ দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় নৌযানটিতে কমপক্ষে ৭০০ আরোহী ছিলেন। তাৎক্ষণিক অভিযানে, তিনশ’র মতো মানুষকে জীবিত উদ্ধার করা গেলেও; বেশিরভাগ আরোহী নিখোঁজ। তাদের অনুসন্ধানে চলছে তল্লাশি অভিযান।
কর্তৃপক্ষের দাবি, রাজধানী থেকে ইকুয়াতোর প্রদেশের দিকে যাচ্ছিলো- লঞ্চটি। পথেই, রাতের বেলা ডোবে নৌযানটি। প্রাথমিকভাবে, ধারণার তুলনায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের ফলেই দুর্ঘটনা- এমনটা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।
Leave a reply