বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি সাড়ে ২৬ লাখের বেশি

|

বিশ্বে করোনায় মোট প্রাণহানি সাড়ে ২৬ লাখের বেশি

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখ।

দিনে সর্বোচ্চ ২১শ’ মানুষের প্রাণহানি হয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৭৫ হাজারের বেশি। শুক্রবারে যুক্তরাষ্ট্রে মারা গেছেন, ১৩শ মানুষ। এদিন শনাক্ত হয়েছে ৬৩ হাজার করোনা আক্রান্ত। এরপরই রয়েছে মেক্সিকো। দেশটিতে আরও সাড়ে ৬শ মানুষের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় নতুন করে প্রাণ গেছে প্রায় ৫শ মানুষের। ফ্রান্সে এ সংখ্যা আড়াইশ এবং ইতালিতে ৪শ। বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ২৬ লাখ ৫০ হাজার। আর, মোট সংক্রমিত ১১ কোটি ৯৫ লাখের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply