ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলার তুলে না নেয়ায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি আনোয়ারুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আদালতে হাজির করে পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক এক দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
এর আগে, মারপিটের ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ ইয়াসমিনের ভাই মাহবুব আলম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উচাখিলা ইউনিয়ন থেকে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করে।
Leave a reply