স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন করলো বাংলাদেশ ক্রিকেট দল

|

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপনে সামিল হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়া জাতীয় ক্রিকেট দলও। ৫০তম স্বাধীনতা দিবসে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গিতের পাশাপাশি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস ও নির্বাচক হাবিবুল বাশার।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। অষ্টম ওভারের প্রথম বলে জীবন পেলেও তৃতীয় বলে নিকোলসকে ফিরিয়ে ৪৪ রানের জুটি ভাঙ্গেন তাসকিন আহমেদ। প্যাভিলিয়নে ফেরার আগে নিকোলসের সংগ্রহ ছিলো ১৮ রান।

স্কোর বোর্ডে আর মাত্র ৫ রান যোগ করতে না করতে না করতেই মার্টিন গাপটিলকে ফেরান রুবেল হোসেন। অভিজ্ঞ রস টেইলর দ্বিতীয় শিকারে পরিনত হন রুবেলের। এরপর সৌম্য সরকারের বলে ১৮ রান করা টম ল্যাথাম মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিনত হলে ১২০ রানে চতুর্থ উইকটে হারায় ব্লাকক্যাপসরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply