‘শয়তানের জুতা’ নিয়ে সেই মামলায় জয় পেলো নাইকি

|

‘শয়তানের জুতা’ নিয়ে সেই মামলায় জয় পেলো নাইকি

বিতর্কিত ‘শয়তানের জুতা’ তৈরির কারণে MSCHF’র বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জয় পেলো স্পোর্টস ব্র্যান্ড নাইকি।

বৃহস্পতিবার জুতাটি বিক্রির ওপর অস্থায়ী বিধিনিষেধ আরোপ করেন ব্রুকলিন আদালত। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পণ্যটি বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি।

নাইকির অভিযোগ ছিলো- ট্রেডমার্ক বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। শুধু তাই নয় ‘এয়ার ম্যাক্স- নাইনটি সেভেন’ স্নিকারের আদলে বানানো হয়েছে জুতাটি। যার ওপর রয়েছে, অন্ধকারের পুজারীদের অন্যতম প্রতীক- পেন্টাকল এবং পাশে বাইবেলে শয়তানের বর্ণনা দেয়া অনুচ্ছেদের সংখ্যা। ডেভিল নম্বর হিসেবে পরিচিত ৬৬৬ জোড়া জুতাই বানিয়েছে কোম্পানিটি। যেগুলোর সোলে থাকা তরল লাল পদার্থে ব্যবহৃত হয়েছে একফোটা রক্ত।

অবশ্য গ্র্যামি বিজেতা র‍্যাপার ও মডেল লিল ন্যাজ এক্সের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি নাইকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply