রমজান মাসের আর মাত্র বাকি ১২ দিন। এরই মধ্যে রাজধানীর খুচরা বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। দর বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে- মোটা চাল, খোলা ময়দা ও গুঁড়োদুধ।
সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি বলছে, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। আর ৪ দশমিক ২ শতাংশ দাম বেড়েছে প্রতি কেজি খোলা ময়দার দাম।
রাজধানীর খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে, ৫০ থেকে ৫২ টাকা। খোলা ময়দার কেজি ৩৮ টাকা। আলুর দামও বেড়েছে কেজিতে ২ টাকা।
ক্রেতাদের অভিযোগ, রোজা যত ঘনিয়ে আসছে নিত্যপণ্যের দাম ততই বাড়ছে। প্রতি সপ্তাহে ভোগান্তি হচ্ছে কোনো না কোনো পণ্য নিয়ে।
Leave a reply