ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে সাইক্লোন সেরোজার আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।
সোমবারের প্রলয়ঙ্করী ঝড়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পূর্ব ও পশ্চিম নুসা টেংগারা প্রদেশ। টানা বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। একাধিক স্থানে হয়েছে ভূমিধস। হাজারের ওপর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য ব্রিজ ও রাস্তাঘাট। উপড়ে পড়েছে কয়েকশ’ গাছ।
এদিকে, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজারো মানুষ। পূর্ব তিমুরে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
ইউএইচ/
Leave a reply