রাজবাড়ী প্রতিনিধি:
সর্বাত্মক লকডাউনের ঘোষণায় দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে আজও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছে হাজারও মানুষ। এর ফলে দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। নেই কোন সামাজিক দূরত্বের বালাই।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়ায় এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ফেরিতে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে পারাপার হচ্ছে যাত্রীরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঘাট এলাকায় ট্রাফিক পুলিশ ছাড়া চোখে পড়েনি আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে।
এদিকে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়েছে কয়েক শতাধিক পণ্যবাহী ট্রাক।
ঘরমুখো যাত্রীরা জানান, আগামীকাল ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় রাজধানী ছেরে বাড়িতে ফিরছে হাজারও মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে তারা ভেঙে ভেঙে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছেন। কিন্তু দৌলতদিয়া প্রান্তে এসেও গণপরিবহন না পেয়ে ভোগান্তি পড়েন তারা।
পরে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহন মাহেন্দ্রা, অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন উপায়ে গন্তব্যে রওনা হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রয়োজনে বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছেন। এ লকডাউনে তাদের মত খেঁটে খাওয়া মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাই সরকারকে তাদের নিয়েও ভাবা উচিৎ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, বর্তমানে এরুটে ১৫টি ফেরি চলছে। ফেরিতে গণপরিবহন পারাপার বন্ধ থাকলেও পারাপার হচ্ছে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, মোটর সাইকেল ও যাত্রী।
Leave a reply