ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

|

ফেনী প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন স্ট্যাটাস দেয়ায় ইমরানুল হক ইমরান (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবত ইমরান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী মিথ্যা ও ভুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে। সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও সে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমতাবস্থায় তাকে আইনের আওতায় আনতে বুধবার রাত ১১টার দিকে ফেনী পৌরসভার দক্ষিণ চাড়িপুরস্থ অইধন ভূঞা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি স্যামসাং মোবাইলসহ ইমরানকে আটক করা হয়েছে। আটককৃত ইমরান মহিপাল সরকারি কলেজ রোড এলাকার আবদুল করিমের ছেলে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার আটককৃত যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply