দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১০১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৪৮টি।
রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২২ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a reply