ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

|

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গই। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তার এই সফর বলে জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস।

সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কোভিড-১৯ মোকাবেলায় টিকা সহযোগিতা নিয়ে আলোচনার মধ্যে চীনের এ প্রভাবশালী নেতার ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সফরটি গুরুত্বপূর্ণ। চীনের প্রতিরক্ষা মন্ত্রী সফরকালে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভিয়েতনাম সফর শেষে ঢাকায় আসেন। ঢাকা সফর শেষ করে কলম্বো হয়ে বেইজিং যাবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply