‘লকডাউন’ বাড়লো ৫ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

|

‘লকডাউন’ বাড়লো ৫ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

আগের বিধিনিষেধ বহালের সঙ্গে সঙ্গে নতুন কিছু শর্ত যুক্ত করে ২৮ এপ্রিল মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। এছাড়া স্থল, নৌ ও বিমানযোগে ভারত থেকে দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আগের বিধিনিষেধেই থাকবে গণপরিবহন।

এর আগে, কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply