সোহরাওয়ার্দী উদ্যানের ৩টি স্মৃতি বিজড়িত স্থানে সৌন্দর্যবর্ধনের দাবি

|

ফাইল ছবি।

সোহরাওয়ার্দী উদ্যানের ৩টি স্মৃতি বিজড়িত স্থানে ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন করার দাবি তুলেছেন পরিবেশবিদ ও সাধারণ মানুষরা।

শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে গ্রীন ভয়েসের মানববন্ধনে এসব বলেন তারা। এসময় তারা আরও বলেন, উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট, শৌচাগার, ওয়াকওয়ে নির্মাণের যৌক্তিক কোন কারণ নেই।

তারা বলেন, নতুন ইতিহাস তৈরির জন্য পুরনো ইতিহাস ধ্বংসের অধিকার কারও নেই। কারিগরি জাতীয় কমিটির মাস্টারপ্ল্যানে অপ্রয়োজনীয় স্থাপনের কোন পরিকল্পনা নেই, কিন্তু, ৩য় ধাপে এই পরিকল্পনার সংযোজন করে রেস্টুরেন্ট, হাঁটার পথ প্রশস্তসহ প্রয়োজন নেই এমন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আর, এতে করে কাটা পড়ছে বহু পুরনো, ইতিহাস ঐতিহ্যের অংশ গাছগুলো। অবিলম্বে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান তারা।

পরে, ২ বীরশ্রেষ্ঠের নামে গাছের নামকরণ করা হয়। ধারাবাহিকভাবে বীর উত্তম, বীর প্রতীকদের নামেও অন্যান্য গাছের নামকরণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply