চলমান এসএসসি’র প্রশ্নফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিল করে নতুন করে কেন নেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করা হয়। বুধবার রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী। প্রশ্নফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্ট তাও জানতে চেয়েছেন।
শুনানিতে প্রশ্নফাঁসকে মাদক বিস্তারের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন আদালত। বলেন, প্রশ্নফাঁসে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মূল্য কমে যাচ্ছে শিক্ষা সনদের। এ জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন আদালত।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply