ইতালিয়ান লিগের বিগ ম্যাচে চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছে য়্যুভেন্টাস।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ২৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে প্রথম লিড নেয় য়্যুভেন্টাস। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে রোমেলো লুকাকু সমতায় ফেরায় ইন্টার মিলানকে।
তবে প্রথমার্ধে ইনজুরি সময়ে কুয়ারদ্রাদোর গোলে আবারো লিড নেয় য়্যুভেন্টাস। ৮৩ মিনিটে ডিফেন্ডার কিলিয়ানির আত্মঘাতি গোলে সমতায় ফেরে চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে কুয়ারদ্রাদো নিজের দ্বিতীয় গোল করলে ৩-২ গোলের জয় পায় য়্যুভেন্টাস।
এই জয়ে এক ম্যাচ বেশি খেলে নাপোলিকে টপকে টেবিলের চার নম্বরে উঠেছে তুরিনের ক্লাবটি।
Leave a reply