পশ্চিমবঙ্গের গর্ভনরের অপসারণের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর

|

রাজ্য মন্ত্রিসভার দুই সদস্যসহ চার নেতা গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের গর্ভনর জগদীপ ধনখড়ের অপসারণ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

বিষয়টি নিয়ে জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

এদিকে নারদকাণ্ডে সিবিআই’র হাতে গ্রেফতার তৃণমৃল কংগ্রেসের ৪ নেতার জামিন হয়নি।

গতকাল সোমবার রাতে ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি এবং মদন মিত্রকে জামিন দেন নিম্ন আদালত। কিন্তু সিবিআই’র আবেদনে তা খারিজ করে দেন হাইকোর্ট।

আগামীকাল বুধবার (১৯ মে) উচ্চ আদালতে জামিন শুনানি হবে।

২০১৪ সালে নারদকাণ্ডের তথ্য ফাঁস হওয়ার সময় ওই চারজনই মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য ছিলেন। নারদ নিউজ পোর্টালের স্টিং অপারেশনে ফেঁসে যান তৃণমূল কংগ্রেসের অন্তত ১২ নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply