অ্যান্টার্কটিকায় ভাসছে সর্ববৃহৎ আইসবার্গ

|

অ্যান্টার্কটিকায় ভাসছে পৃথিবীর সবচেয়ে বিশাল আইসবার্গ বা হিমশৈল। আকারে দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর সমান এটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে বরফচাইটি ভেঙ্গে পড়ার গোটা দৃশ্য ধরা পড়ে।

নাসার দাবি, গত সোম থেকে বুধবারের মধ্যে প্রাকৃতিকভাবেই এটি রোন আইস-শেল্ফ থেকে ভেঙ্গে সমুদ্রে ভেসে যায়। বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের ক্রমাগত ধাক্কা প্রাকৃতিক কারণ হলেও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন গবেষকরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, চার হাজার ৩২০ বর্গ ফুটের হিমশৈলটি লম্বায় ১৭৫ কিলোমিটার। চওড়ায় ২৫ কিলোমিটার।। যাকে ‘এ-সেভেনটি সিক্স’ নামকরণ করা হয়েছে। এর আগে ‘এ২৩এ’ বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল ছিল। তিন হাজার ৩৮০ বর্গফুটের সেই হিমশৈলকে পিছনে ফেলে দিল নতুন হিমশৈলটি। ‘এ২৩এ’ হিমশৈলও ওয়েডাল সমুদ্রে আছে।

আতঙ্কের বিষয় হলো পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ভাসমান বরফের টুকরো ‘এ২৩এ’ এর অবস্থানও একই সামুদ্রিক এলাকায়। সুতরাং ভবিষ্যতে পণ্য পরিবহনের জন্য পরিচিত এ রুটটিতে জাহাজ চলাচল হুমকির মুখে পড়বে।

অ্যান্টার্কটিকায় আইস-শেল্ফ থেকে হিমশৈল বেরিয়ে আসা নতুন ঘটনা নয়। তবে গত কয়েক বছরে অ্যান্টার্কটিকায় বরফ গলতে দেখা গেছে। বহু হিমবাহ ভেঙ্গে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply