সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার ও হেনস্তার বিষয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সরকারের কিছু আমলা রোজিনা ইসলামের বিষয়টি নিয়ে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে।
রোজিনা ইসলামের মুক্তি এবং তার মামলা প্রত্যাহারের দাবি নিয়ে করণীয় নির্ধারণে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি বৈঠকের শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) একাংশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা চলে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, রোজিনা ইসলামকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, মামলা ও হেনস্তা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা দেশে সাংবাদিক সমাজ আন্দোলনমুখর, ক্ষুব্ধ।
রোববার রোজিনা ইসলাম আদালতের আদেশে মুক্ত হয়ে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সাংবাদিকতার স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানেই দিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি অবাধ তথ্যপ্রবাহ আইন দিয়েছেন। তথ্য অধিকার আইন থাকাকালে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে না দেওয়াটা একটি সাংঘর্ষিক অবস্থান।’
বৈঠকে সাংবাদিকরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি নিয়ে আগামীকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘আজকের বৈঠক আগামীকাল পর্যন্ত মুলতবি থাকছে। আগামীকাল রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদালতের সিদ্ধান্ত দেখে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a reply