জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত রায়ের কপি আগামীকাল দেওয়া হবে।
রায়ের কপি পেতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবি সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে রোববার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান।
শুনানিতে রায় কপি আজকে দেওয়া সম্ভব হবে কিনা পেশকারের কাছে কাছে জানতে চান বিচারক। পেশকার জানান, আজ কপি দেওয়া সম্ভব হবে না।
এ প্রেক্ষিতে বিচারক খালেদা জিয়ার আইনজীবিদের ড. মো. আখতারুজ্জামান বলেন, রায়ের কপি আজ দেওয়া যাবে না, সোমবার দেওয়া হবে।
শুনানিতে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও হেলাল উদ্দিনসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply