কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগে অভিযান চালিয়ে নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেলকে গুলিভর্তি একটি পিস্তল, দু’টি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও বেশকিছু দেশি অস্ত্রশস্ত্রসহ আটক করেছে র্যাব।
রোববার (৩০ মে) গভীর রাতে উপজেলার খালিশারহাটি গ্রাম থেকে সোহেলকে আটক করা হয়। সে খালিশারহাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গত ১১ মে সোহেল জলমহালের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে চার শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা হয়। এর পর থেকে তাকে ধরতে র্যাব তৎপরতা চালাতে থাকে।
আজ সোমবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার সোহেলকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a reply