ঢাকায় অবৈধ ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে আটটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়

|

রাজধানীতে অবৈধ ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বুধবার সংসদীয় বৈঠকের আগে প্রশ্নোত্তর টেবিলে এমন তথ্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত বিধিমালা অনুযায়ী শহরের বাইরে কোনো শাখা পরিচালনা বা অননুমোদিত স্থানে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না। তবে সম্প্রতি এই আইন না মেনেই আটটি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবৈধ ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

অভিযুক্ত ওই আটটি বিশ্ববিদ্যালয় হলো, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

অবৈধ এ ভবনগুলো বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে তদন্ত করার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিটি তৈরি করেছে। তারা কাজ শুরু করেছে করেছে বলেও জানান তিনি।

এগুলো ছাড়াও ইবাইস ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লারও অননুমোদিত ভবনে রয়েছে বলে জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply