এই অর্থবছরে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ করতে চায় সরকার

|

২০২১-২২ অর্থবছরের মধ্যে কয়েকটি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চায় সরকার। এডিপিতে বরাদ্দের বড় একটি অংশই ব্যয় হবে মেগা প্রকল্পে। প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলমান ১০টি মেগা প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। ১০ মেগা প্রকল্পের মধ্যে সব চেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ প্রকল্পে ১৮ হাজার ৪২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে বাজেটে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্টে (মেট্রোরেল) ৪ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, মেগা প্রকল্পগুলো দৃশ্যমান করতে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ রাখা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন, আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠা পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ব্যয়বহুল জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের চিত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply