অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বহুগুণ বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

|

অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বহুগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, মানুষ এখন আগের থেকে বেশি চা খাচ্ছে ও নতুন নতুন ক্রেতা বাড়ছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে দেশের তৃণমূল ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ভাল।

আজ শুক্রবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রথম জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই প্রধানমন্ত্রী প্রতি নিয়ত কাজ করে যাচ্ছেন। শুধু বৃহত্তর সিলেটে নয়, বৃহত্তর ময়মনসিংহ,পঞ্চগড় ও লালমনিরহাটে চা উৎপাদন হচ্ছে। এছাড়া ২০২০ সালে ৩৫ কোটি টাকার চা রপ্তানী করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, চা শিল্পে উদ্যোক্তাদের নানামুখী সহায়তা অব্যাহত রাখলে এই শিল্প বাংলাদেশের রপ্তানী আয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শিল্পে অবদানের জন্য সম্মাননা জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply